সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রেমিট্যান্স বাড়ায় তিন ব্যাংক থেকে ১১ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক যুক্তরাষ্ট্র থেকে ৫৬ হাজার ৮৯০ টন গম নিয়ে জাহাজ চট্টগ্রামে ভোটকেন্দ্র সংস্কার ও সিসি ক্যামেরা স্থাপনে স্থানীয় সরকার বিভাগকে ইসির চিঠি প্রথম ২৭ দিনেই রেমিট্যান্সে সাড়ে ৩৩ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এএএবি)-এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত আন্দোলনরত ৮ দলের সঙ্গে যুক্ত হলো এনসিপি ও এলডিপি চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি-র প্রথম ‘সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৪’ প্রকাশ হরিপুরে কনকনে ঠান্ডায় জনদুর্ভোগ বাড়ছে

ছয় ঘণ্টায় ২১৪৩ বিয়ে দিয়ে বিশ্বরেকর্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১৯৩ Time View

বিয়ে নিয়ে স্বপ্ন দেখে না এমন মানুষ বিশ্বে বিরল। বিয়ের দিনটিকে ঘিরে নানারকম পরিকল্পনা করে থাকেন যুগলেরা। দিনটিকে স্মরণীয় রাখতে করা হয় নানা আয়োজন। কিন্তু ভাবুন তো যদি একই দিনে একই স্থানে ২ হাজার ১৪৩ যুগলের বিয়ে হয়, তাহলে কেমন হবে? এমনটাও কি সম্ভব?

হ্যাঁ, সম্ভব। ঠিক এমনটাই ঘটেছে ভারতের রাজস্থানে। গত ২৬ মে রাজস্থানের বারান শহরে মাত্র ছয় ঘণ্টায় ২ হাজার ১৪৩ যুগলের বিয়ে হয়েছে। আর এরই মধ্য দিয়ে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি বিয়ের বিশ্বরেকর্ড তৈরি হয়েছে। শনিবার (১০ জুন) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে জানা যায়, ভারতের রাজস্থানের বারান শহরে এদিন হিন্দু ও মুসলিম উভয় ধর্মাবলম্বী যুগলদের বিয়ে দেয়া হয়েছে। শ্রী মহাবীর গোসালা কল্যাণ সংস্থা নামের একটি সংগঠন এই গণ বিয়ের আয়োজন করে।

বিশ্বরেকর্ড গড়া এই বিয়েতে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও ক্যাবিনেট মন্ত্রী প্রমোদ জৈনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।

বিয়েতে শ্রী মহাবীর গোসালা কল্যাণ সংস্থার পক্ষ থেকে উপহার হিসেবে ২ হাজার ১৪৩ যুগলকেই স্বর্ণালংকার, ফ্রিজ, টিভি, বালিশের কভার-চাদর এবং রান্নাঘরের জিনিসপত্র দেয়া হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য–সমাজের পিছিয়ে পড়া সাধারণ নারী ও পুরুষ, যাদের বিয়ে হতে সমস্যা হচ্ছিল তাদের সহায়তা করা।

এর আগে একসঙ্গে এক দিনে ৯৮৩ যুগলের বিয়ে দিয়ে বিশ্বরেকর্ড গড়েছিল ইয়েমেন। ২০১৩ সালে ১২ ঘণ্টার মধ্যে ৯৮৩ যুগলের বিয়ে হয়েছিল দেশটিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS