হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস চাপায় সিএনজি অটোরিকশার ৩ আরোহী নিহত হয়েছেন। রবিবার (০৪-জুন) সকাল ৬টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সুধিয়াখলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনাটি ঘটে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল জানান, দুইজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ যাচ্ছিল।
এ সময় সুধিয়াখলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে হবিগঞ্জ থেকে ঢাকাগামী মর্ডান পরিবহণের একটি বাস সিএনজি অটোরিকশাকে চাপা দেয়।
এতে সিএনজি অটোরিকশার চালকসহ ৩ জন মারা যান এ সময় বাসটিও পার্শ্ববর্তী খাটে পড়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাস চালক পালিয়ে গেছে বলেও জানান ওসি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply