শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন

বাংলাদেশের হয়ে কারা খেলবেন বিশ্বকাপে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩

আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী রাব্বি, নাকি নুরুল হাসান সোহান – ভারত বিশ্বকাপের চূড়ান্ত দলে টিকেট মিলবে কার? মোহাম্মদ নাঈম শেখ, রনি তালুকদার, এনামুল হক বিজয়, নাকি জাকির হাসান – কে হবেন ব্যাকআপ ওপেনার। এগুলো নিয়েই চলছে জল্পনা-কল্পনা।

ওয়ানডে বিশ্বকাপের পাঁচ মাস বাকি থাকলেও টাইগার স্কোয়াড নিয়ে এখন থেকেই চলছে বিশ্লেষণ। ওয়ানডে দলের ১০ সদস্য মোটামুটি চূড়ান্ত হলেও বাকি পাঁচটি স্লট নিয়েই হবে প্রতিযোগিতা। এখানে পেস ইউনিটে জায়গা পেতে এবাদত হোসেন ও শরিফুল ইসলামের সঙ্গে লড়বেন মৃত্যুঞ্জয় চৌধুরী।

ধীরে ধীরে কমছে বিশ্বকাপের সময়, বাড়ছে উত্তেজনা। ক্ষণ গণনা শুরু হয়নি এখনও; জানা যায়নি কবে কে কার প্রতিপক্ষ। তবুও ওয়ানডে বিশ্বকাপের আঁচ টের পাওয়া যাচ্ছে ঠিকই। নিজেদের ক্রিকেট ইতিহাসের সম্ভাব্য সেরা দল নিয়েই এবার ভারতের বিমান ধরবে টিম টাইগার। তবে কারা থাকছেন সেই দলে, কারা পড়ছেন বাদ!

ইনজুরি ছাড়া বিশ্বকাপের বহরে তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ থাকছেন — এটা মোটামুটি নিশ্চিত। ওপেনিংয়ে তামিম ও লিটন, ওয়ান ডাউনে শান্ত। এরপর সাকিব, হৃদয়, মুশি ও মিরাজ।

বিশ্বকাপের বহরে ব্যাকআপ ওপেনার হিসেবে সবার আগে আসে ডিপিএলের সর্বোচ্চ রান স্কোরার নাঈম শেখের নাম। বিজয় জাকিররাও থাকবেন পছন্দের শীর্ষে। তবে মোটে এক ম্যাচ খেলিয়ে ছুড়ে ফেলা হলে রনি তালুকদারের সঙ্গে কি করা হবে অন্যায়!

সাত নম্বর পজিশন নিয়েই যত আলোচনা, যত আগ্রহ। জাতীয় দলে ফেরার মঞ্চ যদি হয় প্রিমিয়ার লিগ, তবে সেখানে দারুণ পারফম্যান্সে নিজেদের ফেরার দাবি জানিয়ে রাখতেই পারেন আফিফ, সোহান, রিয়াদ ও সৈকতরা। আর জাতীয় দলের সঙ্গেই থাকা ইয়াসির আলী চৌধুরী রাব্বিও আছেন এ পজিশনে।

তবে এ পাঁচ জন থেকে স্কোয়াডে সুযোগ মিলবে সর্বোচ্চ দুজনের। সদ্য সমাপ্ত ডিপিএলে ১৩ ম্যাচে ৫৫০ রান করে সে সম্ভাবনায় সবার ওপরে আফিফ হোসেন ধ্রুব। চাপের মুহূর্তে আবাহনীর হয়ে তিনি দলকে জিতিয়েছেন অন্তত ৫টি ম্যাচে। সঙ্গে পিঞ্চ হিটিংয়ের জন্যই আফিফের জুড়ি নেই। তাই তো আফগান সিরিজে তার ফেরাটা মোটামুটি নিশ্চিত।

সেখানে মাহমুদুল্লাহ রিয়াদের পারফরম্যান্স গড়পড়তা। ১৪ ইনিংসে ৫ বারই তিনি আউট হয়েছেন দুই অংকের ফিগার স্পর্শ না করে। নেই কোনো শতকও। তবুও আইসিসি ইভেন্টে বরাবরই হেসেছে রিয়ারদের ব্যাট। সঙ্গে আছে বোর্ড সভাপতির গ্রিন সিগন্যাল। সেক্ষেত্রে হয়তো কপাল পুড়তে পারে সুযোগ পেয়েও হেলায় হারানো রাব্বির। হয়তো আরও অপেক্ষায় থাকতে হবে সৈকত কিংবা সোহানদের।

পেস ইউনিটে তাসকিন, মুস্তাফিজ, হাসান অটো চয়েস। ভারতের কন্ডিশন বিবেচনায় ১৫ সদস্যের বহরে হয়তো চার জনের বেশি পেসার থাকবে না দলে। সেক্ষেত্রে শরিফুল বা মৃত্যুঞ্জয় না হলে এবাদতেই ভরসা খুঁজবে টিম ম্যানেজমেন্ট।

স্পিনে অধিনায়কের পছন্দের শীর্ষে তাইজুল ইসলাম। তালিকায় নাসুম, তানভীরও থাকবেন নিশ্চিত। এ দিকে আগেই জানানো হয়েছিল – এশিয়া কাপের দলই হবে বিশ্বকাপের দল। সেক্ষেত্রে আসন্ন আফগান সিরিজেই শেষবারের মতো ব্যবচ্ছেদ হবে দল নিয়ে। মাঝে ঘরোয়া লিগের কোনো ব্যস্ততা না থাকায় বলাই বাহুল্য আফগান সিরিজই মোটামুটি ঠিক করে দেবে কারা পাচ্ছেন ভারত বিশ্বকাপের টিকেট!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS