ফিনল্যান্ডের রাজধানী হেলনিস্কির পাশে এসপু শহরে একটি অস্থায়ী পথচারী সেতু ভেঙে ২৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই শিশু-কিশোর।
ওই ঘটনায় উদ্ধারকারী দল জানায়, বৃহস্পতিবার (১১ মে) এ ঘটনা ঘটে। এ ঘটনায় সবাই আহত হয়েছে। তবে কারও অবস্থা গুরুতর নয়।
হেলসিঙ্কি হাসপাতালের চিকিৎকরা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, অস্থায়ী পথচারী সেতুটি ভেঙে ২৬ শিশু এবং একজন শিক্ষক আহত হয়েছেন। শিশুদের সবার বয়স ১৪ থেকে ১৫ বছর। তারা তাদের শিক্ষকের সঙ্গে পাঠ সম্পর্কিত কাজে স্কুলের কাছেই একটা এলাকায় গিয়েছিলেন। তাদের মধ্যে ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই হাত-পায়ের পেশিতে ব্যথা পেয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই এলাকায় নির্মাণকাজ চলায় পাতলা কাঠ দিয়ে অস্থায়ী সেতুটি তৈরি করা হয়েছিল।
-রয়টার্স
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply