ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পূর্ব উপকূলে যাত্রীবাহী একটি ফেরি উল্টে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ আছেন আরও একজন।
শুক্রবার (২৮ এপ্রিল) দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা এ তথ্য জানায়।
রয়টার্সের খবরে বলা হয়, ফেরিটি প্রতিবেশী সিঙ্গাপুরের কাছের তানজুয়াং পিনাংয়ের ছোট একটি দ্বীপে ৭৪ জন যাত্রীকে বহন করছিল। ধারণা করা হচ্ছে, যাত্রা করার প্রায় ৩০ মিনিট পর ফেরিটি উল্টে যায়।
উদ্ধারকারী সংস্থা বলছে, নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধারকারীরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হচ্ছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply