ঈদ উপলক্ষে ২০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি ঈদের পর সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম।
সোমবার (১৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১১ এপ্রিলের প্রজ্ঞাপন অনুযায়ী ঈদ উপলক্ষে আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে রোববার (২৩ এপ্রিল) পর্যন্ত চারদিন দেশের সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এছাড়া ঈদের পর রোববার থেকে বৃহস্পতিবার চলবে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অফিস। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস খোলা থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার ও শনিবার।
আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩ এর ১৮ (ছ) ধারার ক্ষমতা অনুযায়ী এ আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
Design & Developed By: ECONOMIC NEWS