শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন

ভাষাসৈনিকদের সম্মাননা দিয়েছে এনআরবিসি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮৯ Time View

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহিদ দিবস উপলক্ষ্যে ১২ জন ভাষাসৈনিকদের সম্মাননা দিয়েছে এনআরবিসি ব্যাংক। সম্মাননা হিসেবে তাদের সম্মাননা স্মারক, উত্তরীয় ও ব্যাংকের পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা সামগ্রী প্রদান করা হয়। ভার্চুয়ালি যুক্ত থেকে সংশ্লিষ্ট এলাকার ব্যাংকের শাখার মাধ্যমে সম্মাননা স্মারক প্রদান করেন চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।

এ সময় আরো যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, শেয়ারহোল্ডার মোহাম্মদ আলী চৌধুরী মামুন। এছাড়া দিবসটি উপলক্ষে সারাদেশের বিভিন্ন শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শাখা, উপশাখা ও সেবাকেন্দ্রগুলোর কর্মকর্তারা।

সম্মননাপ্রাপ্তরা হলেন প্রয়াত রাষ্ট্রপতি মো: জিল্লুর রহমান, ভাষাসৈনিক রওশন আরা চৌধুরী, এএমএন ফারুক চৌধুরী, প্রয়াত আব্দুল মতিন, প্রয়াত হুমায়ুন বারী মোল্লা, প্রয়াত আবু সাঈদ, প্রয়াত আব্দুল হালিম মোল্লা, মো. জহিরুল হক ও আবু খালেদ পাঠান। জয়পুরহাটের ভাষাসৈনিক মো: আজিজার রহমান ও ময়মনসিংহের গফরগাঁওয়ের ভাষাসৈনিক মকবুল হোসেন খানকে সম্মাননা জানানো হয়। প্রয়াত রাষ্ট্রপতি মো: জিল্লুর রহমানের সম্মাননা স্মারক গ্রহণ করেন তাঁর সন্তান কিশোরগঞ্জ-৬, জাতীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপন।

ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল বলেন, ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের সূচনা হয়। স্বাধীকারের যে বীজ ভাষা আন্দোলনের মাধ্যমে রোপিত হয় তার চূড়ান্ত ফলাফল ১৯৭১ সালে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন। ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধারা ইতিহাসের মহানায়ক। তাদের সেনাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের ইতিহাসকে তরুন প্রজন্মের কাছে তুলে ধরার নানা প্রয়াস চালাচ্ছে এনআরবিসি ব্যাংক। বীরদের সম্মাননা জানানো সেই প্রয়াসেরই অংশ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যাংকের বিভিন্ন শাখা নানা কর্মসূচি পালন করে। এরমধ্যে কিশোরগঞ্জের ভৈরব বাজার শাখা দুজন ভাষা সৈনিকের উপস্থিতিতে দিনের কার্যক্রম শুরু করে, ৫ জন শহীদের নামে ৫টি সেবাডেস্কের নাম ৫জন বীর শহীদের নামকরণ করা, ২১টি নতুন হিসাব খোলা এবং ৭০ লাখ টাকা সঞ্চয় কর্মসূচি পালন করা হয়। সারাদেশের সব শাখা ও উপশাখার পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS