নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা সাংবাদিক ইউনিয়নের-ডিইউজের সদস্য মশিজ্জানের পিতা বিশিষ্ট সমাজকর্মী মওলানা আব্দুর রশিদ তালুকদার (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)।
সাংবাদিক মশিউজ্জামান এর পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম। নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
প্রসঙ্গত, মওলানা আব্দুর রশিদ তালুকদার ১০ এপ্রিল সোমবার সকাল ১১ টায় নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। মশিউজ্জামান এর পিতা মরহুম মওলানা আব্দুর রশিদ তালুকদার এলাকায় সমাজসেবার পাশাপাশি সার্ভিয়ার (আমীন) হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন।
গত সোমবার নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কইলং গ্রামে মরহুরের জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply