নিজস্ব প্রতিবেদকঃ আজ ০৮/০৪/২০২৩ রোজ শনিবার বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের আলোচনা সভা ও ইফতার তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন।
সভাপতি তার বক্তব্যে অটোরিক্সা চালকদের জন্য আগামী ২৫ রমজানের মধ্যেই ঈদ বোনাস প্রদানের জোর দাবি জানান। অটোরিক্সা মালিকগণ রমজান মাসে অরিক্তি গাড়ীর জমা না নেওয়ার দাবি জানিয়ে বলেন, মালিক পক্ষকে নানাভাবে বলার পরও তারা অণ্যায়ভাবে এই অযৌক্তিক কাজ করে চলছেন। অবিলম্বে এটি বন্ধ না হলে আমরা ঐক্যবদ্ধভাবে মানাতে বাধ্য করবো।
সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম ফারুক তার বক্তব্যে চালকদের কাছ থেকে ট্রেজারি চালানের মাধ্যমে আবেদনের পর বরাদ্দকৃত ৫০০০/- (পাঁচ হাজার) গাড়ী চালকদের নিকট হস্তান্তর করার জোর দাবি জানান। সরকার দীর্ঘদিন যাবত বিষয়টি নিয়ে টালবাহানা করছে। আর কাল বিলম্ব না হয় সে ব্যাপারে সরকারকে হুশিয়ারি করেন। পবিত্র রমজান মাসে শ্রমিকদের কষ্টের কথা বিবেচনা করে মালিক পক্ষ অতিরিক্ত গাড়ীর জমা অযৌক্তিক আদায় থেকে বিরত থাকার আহ্বান জানান। ঈদের পূর্বে ২৫ রমজানের মধ্যে বোনাস হিসাবে ২ দিনের গাড়ীর জমা পরিমাণ টাকা নগদ প্রদান করার পুনরায় আহ্বান জানাই।
এছাড়াও পুলিশের অহরাহ মামলায় শ্রমিকরা দিশেহারা। এই সেক্টরে নানা প্রকার সংকট সমস্যা নিয়েও সভায় আলোচনা করা হয়।
সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ সর্ব জনাব মোস্তফা আলমগীর রতন, হাজী বাহাউদ্দিন নওফেল, হুমায়ুন মুজিব, আব্দুল বারেক, তানভীর হোসেন, রফিকুল ইসলাম, জয়নাল আবেদীন শান্ত, আকরাম হোসেন মন্টু, বিল্লাল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
Design & Developed By: ECONOMIC NEWS