শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন

মধ্যরাতে গুলিবর্ষণে ক্যাম্পজুড়ে আতঙ্ক, নিহত ১

ইমরান আল মাহমুদ
  • আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২৩৩ Time View

উখিয়া: মধ্যরাতে গুলির শব্দে অস্থির হয়ে পুরো ক্যাম্প। কয়েকটি ক্যাম্পে গোলাগুলি হলেও পুরো ক্যাম্পজুড়ে যেনো সাধারণ রোহিঙ্গাদের চোখমুখে আতঙ্কের ছাপ। 

এ যেনো পাখি শিকারের মতো গুলিবর্ষণ। রাত ১টা থেকে ৪টা পর্যন্ত টানা তিন ঘন্টা চলে গোলাগুলি। শনিবার(১ এপ্রিল) দিবাগত রাতে ক্যাম্প-৫ ও ক্যাম্প-৮ ওয়েস্ট এ রোহিঙ্গা দুষ্কৃতকারীদের মধ্যে এ ঘটনা ঘটে। এতে এক রোহিঙ্গা নিহত এবং শিশুসহ আরও ৫-৬জন আহত হন।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানায়, শনিবার দিবাগত রাতে গোলাগুলির ঘটনায় একজন মারা যায়। নিহত রোহিঙ্গা সৈয়দ আলম(৬০) ক্যাম্প-৮ ডাব্লিউ এর মৃত মো. হাসিমের পুত্র। আহতদের মধ্যে এক শিশুর পরিচয় পাওয়া গেছে। সে ক্যাম্প-৫ এর নুরুল আমিনের ছেলে তাইফুর(১২)। ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান থানা পুলিশের ভারপ্রাপ্ত এ কর্মকর্তা। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS