সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন

দ্রব্যের দাম কমানো ও সাংবাদিক গুম-নির্যাতন-মিথ্যা মামলা-হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ আজ ৩০ মার্চ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের উদ্যোগে খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, রেশনিং চালু, সরকারি হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিসের নামে স্বাস্থ্যসেবা বেসরকারিকরণ বন্ধ, সাংবাদিক শামসুজ্জামানের গুম হওয়া, সম্পাদক মতিয়ার রহমানের নামে ডিজিটাল মামলা ও র‌্যাব হেফাজতে মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুস সাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য শামীম ইমাম, সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ডাঃ হারুন অর রশীদ ও বিপ্লবী ছাত্র মৈত্রী’র সাধারণ সম্পাদক দিলীপ রায়।

সমাবেশে বক্তাগণ বলেন- স্বাধীনতার বয়স ৫২ বছর, অথচ আজও জনগণের বাক-ব্যক্তি স্বাধীনতা ও জীবনের নিরাপত্তা নাই। এর জ্বাজল্যমান সদ্য প্রমাণ দৈনিক প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামানকে ডিবি পরিচয় বাসা থেকে তুলে নিয়ে যাওয়া, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের ও র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যু। নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি ও সম্পাদক মতিউর রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার সহ সাংবাদিক নির্যাতন, মিথ্যামামলা-হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

নেতৃবৃন্দ আরো বলেন, চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সীমাহীন মূল্য বৃদ্ধির কারণে শ্রমিক, কৃষক, মেহনতি সহ নিম্ন আয়ের মানুষ আজ দিশেহারা, তারা অনেকেই অর্ধাহার-অনাহারে দিনাতিপাত করছে। নেতৃবৃন্দ ৭ এপ্রিল ২০২৩ এর মধ্যে গার্মেন্টস শ্রমিকসহ শ্রমিকদের মজুরি বোনাসসহ বকেয়া পাওনদি পরিশোধ করার আহ্বান জানান।

নেতৃবৃন্দ আরো বলেন, সরকার আজ থেকে দেশের ১০টি জেলার ২৩টি উপজেলায় সরকারি হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস চালুর নামে সরকারি স্বাস্থ্যসেবা বেসরকারিকরণের ষড়যন্ত্রে নেমেছে। সরকারি হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস চালু হলে জনগণ তাদের অধিকার সরকারি স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হবে। নেতৃবৃন্দ অবিলম্বে প্রাইভেট প্র্যাকটিসের নামে স্বাস্থ্যসেবা বেসরকারিকরণের ষড়যন্ত্র বন্ধ করা এবং জনগণকে এই ষড়যন্ত্র রুখে দেওয়াসহ বিদ্যমান ফ্যাসিবাদী দুঃশাসন অবসানে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS