নিজস্ব প্রতিবেদকঃ ইউক্রেন—রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে এতে সারা বিশ্বের মানুষ কষ্ট পাচ্ছে, এবং মানবতা ধ্বংস হচ্ছে। যুদ্ধ বন্ধে কার্যকর উদ্যোগ নিতে আজ ২৭ মার্চ (সোমবার) রাজধানীর গুলশানস্থ জাতিসংঘের বাংলাদেশ অফিসের সামনে ২ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে প্রতিবাদ জানিয়েছে অ্যাক্টিভিস্ট হানিফ বাংলাদেশী। পরে তিনি জাতিসংঘের বাংলাদেশ প্রতিনিধিকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন।
চিঠিতে হানিফ বাংলাদেশী যুদ্ধের বিরুদ্ধে জাতিসংঘের বাংলাদেশ অফিস থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর অভিমুখে একক লংমার্চ করার ইচ্ছা পোষণ করেছেন এবং এ ব্যাপারে জাতিসংঘের প্রয়োজনীয় সহযোগিতার আবেদন জানিয়েছেন।
Design & Developed By: ECONOMIC NEWS