নিজস্ব প্রতিবেদকঃ মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের হত্যার চেষ্টা, লাঞ্ছিত, জমি দখল, কোটা ফেরত ও সংরক্ষণ, সহকারী শিক্ষক নিয়োগ বাতিল করতে হবে, সব বাহিনীসহ সকল মন্ত্রণালয় অধীনস্থ অধিদপ্তরে প্রথম পরীক্ষাতে কোটা বাস্তবায়নের দাবিতে লাগাতার অবস্থান ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে, ৫ মার্চ সকাল ১০ ঘটিকায়।
অবস্থান কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু হত্যার অন্যতম প্রতিবাদকারী যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম লোকমান হোসেন এর সন্তান মোঃ সোলায়মান মিয়া চেয়ারম্যান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ও পরিচালনায় মোঃ শফিকুল ইসলাম মহাসচিব।
উল্লেখযোগ্য বিষয় সমূহ-
১সমগ্র বাংলাদেশেই বীর মুক্তিযোদ্ধাদের কে হত্যার চেষ্টা, অপমান, লাঞ্ছিত করা হচ্ছে।
সরকার ও প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধা কোটা কমিয়ে হলেও সকল পদে পুনর্বহাল ও সংরক্ষণসহ আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে। আবেদনের বয়সসীমা ৩৫ বছর করতে হবে।
প্রশাসনে অন্তর জালায় বীর মুক্তিযোদ্ধার সন্তানরা আমরা জানতে পেরেছি যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও বীর মুক্তিযোদ্ধা সন্তানদের খারাপ জায়গায় পোস্টিং করাসহ প্রমোশন বঞ্চিত করা হচ্ছে যা দেশের জন্য অশনি সংকেত। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের প্রমোশন দিতে হবে মানব সেবা বৃদ্ধি ও দেশ রক্ষাকল্পে।
কোটাবিহীন সহকারি শিক্ষক নিয়োগে বীর মুক্তিযোদ্ধা সন্তানদের সুকৌশলে কোটা বঞ্চিত করা হয়েছে তার প্রমাণ হচ্ছে সহকারী শিক্ষক ছিল ১৫ তম গ্রেডে এখন ১৩ তম গ্রেড তা বাতিল করতে হবে। পুলিশের নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা মানা হচ্ছে না সুকৌশলে বীর মুক্তিযোদ্ধা সন্তান ও নাতিনাতনীদের বাদ দেওয়া হচ্ছে। সকল সরকারি হাসপাতালে চিকিৎসা ক্ষেত্রে কোন সহযোগিতাই পাচ্ছে না, বীর মুক্তিযোদ্ধাদের কে সাধারণ পাবলিকের সাথে মিলিয়ে রাখছেন।
মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় থাকতেও স্বার্থান্বেষী মহলের সহযোগিতায় প্রশাসনের নিয়ন্ত্রণ চলে গেছে স্বাধীনতা বিরোধীদের হাতে এটা সবার জন্যই বিপদজনক, মাননীয় প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
লাগাতার অবস্থান কর্মসূচিতে আপনার স্বনামধন্য গণমাধ্যমের সাংবাদিক ও কলাকুশলী প্রেরণ সহ সচিত্র সংবাদ প্রকাশ ও পরিবেশনে বিনীত অনুরোধ জানাচ্ছি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply