নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ এবং বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের আশ্বাসে গেইট কিপারদের আমরণ অনশন সাময়িক স্থগিত। আগামী ৩ (তিন) মাসের মধ্যে দাবী পূরণ করা না হলে জাতীয় শ্রমিকলীগ গেইটকিপারদের নিয়ে কঠোর আন্দোলন করার ঘোষণা।
বাংলাদেশ রেলওয়ের মান উন্নয়ন শীর্ষক প্রকল্পের ১৮৮৯ জন গেইট কিপারের চাকরি রাজস্ব খাতে স্থায়ীকরণের দাবিতে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও বেলপোষ্য এবং বাংলাদেশ রেলওয়ে ১৮৮৯ জন গেইট কিপার রাজস্বকরণ বাস্তবায়ন ঐক্য পরিষদ পূর্ব ও পশ্চিম অঞ্চল’ এর উদ্যোগে কমলাপুর রেলওয়ে প্রশাসনিক ভবনের সামনে গত ২৭ ফেব্রুয়ারি শুরু হওয়া অনির্দিষ্টকালের আমরণ অনশন আজ ১৫ মার্চ ২০২২ মঙ্গলবার ১৭তম দিনে বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি নূরে কুতুব আলম মান্নান, সাধারণ সম্পাদক এ কে এম আজম খসরু, জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহ সভাপতি ও রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি হুমায়ূন কবির, জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহ সভাপতি ও রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান আকন্দ, জাতীয় শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও রেলওয়ে শ্রমিক লীগের অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ এফ সুমন, রেলওয়ে শ্রমিক লীগের দপ্তর সম্পাদক শাহজাহান পাটোওয়ারী সাজু, রেলওয়ে শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল হোসেন এবং জাতীয় শ্রমিক লীগ ও রেলওয়ে শ্রমিক লীগের সকল নেতাকর্মীদের উপস্থিতিতে রেলওয়ে গেইট কিপারদের দাবীর সাথে একাত্মতা পোষন করে, দাবী পূরণের আশ্বাস দিয়ে চলমান অনশনের সাময়িক স্থগিত ঘোষনা করেন এবং বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূরে কুতুব আলম মান্নান বলেন মাননীয় প্রধানমন্ত্রীর আদেশ এবং একনেক সভার নির্দেশনা মোতাবেক আগামী ০৩ (তিন) মাসের মধ্যে যদি রেলওয়ে গেইট কিপারদের দাবী পুরণ করা না হয় তাহলে আমরা জাতীয় শ্রমিক লীগ রেলওয়ে গেইট কিপারদের নিয়ে কঠোর আন্দোলন করবো।
বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে এম আজম খসরু বলেন গেইট কিপারদের ন্যায্য দাবী এবং শ্রমিকদের ন্যায্য দাবীর জন্য বাংলাদেশ শ্রমিক লীগ সবসময় তৎপর ছিল ও থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও কেন গেইট কিপারদের দাবী বাস্তবায়ন হচ্ছে না, এ ব্যাপারে আমরা রেলওয়ে মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা উদ্যোগ গ্রহণ করবো।
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি এ্যাড, হুয়ায়ুন কবির বলেন উল্লেখিত দাবী গেইট কিপারদের ন্যায্য দাবী। এই দাবী অচিরেই পূরণ করা একান্তই আবশ্যক।
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আনহা হাবিবুর রহমান আকন্দ বলেন গেইটকিপারদের নিয়োগ সরকারী বিধি-বিধান মোতাবেক দেওয়া হয়, এদের স্থায়ী করার জন্য বেলওয়ে মন্ত্রণালয়ে প্রজ্ঞাপনও জারী হয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও রেলওয়ে গেইটকিপারদের চাকরি স্থায়ীকরণ করা হচ্ছে না। কেন তাদের চাকরি স্থায়ীকরণ করা হচ্ছে না, এ ব্যাপারে অতি শীঘ্রই যাচাই করা হবে এবং রেলওয়ে গেইট কিপারদের দাবী তাদের চাকরি স্থায়ী করণের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
অনশনের শেষ দিনের কর্মসূচিতে রেলওয়ে গেইট কিপাররা তাদের মনে অফুরন্ত আশা নিয়ে বাড়ি ফিরছেন, যাতে করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ঘোষণা মোতাবেক তারা তাদের অস্থায়ী চাকরি স্থায়ীকরণ করা হবে।
Design & Developed By: ECONOMIC NEWS