 
																
								
                                    
									
                                 
							
							 
                    নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে প্রায় ১৫ লক্ষ হরিজন ও তেলেগু জনগোষ্ঠীর বাস। আমরা দেশের একটি গুরুত্বপূর্ণ কাজ “পরিস্কার পরিচ্ছন্নতা” করে দেশের মানুষের সুস্বাস্থ্য রাখার পবিত্র দায়িত্ব পালন করে আসছি।
বাংলাদেশের নাগরিক হিসেবে এই জনগোষ্ঠী ভূমিহীন। সরকারের বরাদ্ধ করা কলোনী গুলোতে গাদাগাদি করে মনববেতার ভাবে জীবন যাপন করে আসছি।
ঢাকা শহরের কমলাপুর সংলগ্ন গোপীবাগ রেলওয়ে হরিজন ও তেলেগু কলোনীতে দীর্ঘ ৪৫ বছর যাবৎ ১২০টি পরিবার কাঁচাঘর করে বসবাস করে আসছিল। এখানে উল্লেখ্য যে, পূর্বে গুলিস্থান ফুলবাড়িয়ায় রেলওয়ের প্রধান স্টেশন থাকাতে এই হরিজন ও তেলেগু কলোনী গুলিস্থান সিনেমা হলের পিছন দিকে ছিল। গুলিস্থান ফুলবাড়ীয়া হতে প্রধান রেলওয়ে ষ্টেশন কমলাপুরে স্থানান্তর করার সময় হরিজন কলোনী গোপীবাগে স্থানান্তর করা হয়।
রাষ্ট্রের চলমান উন্নয়নে হরিজন ও তেলেগুরা অন্তরায় নহে। আমরা এই মানব বন্ধন থেকে মমতাময়ী, মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চাই আমরা ভূমিহীন আমাদের বেঁচে থাকার জন্য গোপীবাগ রেলওয়ে হরিজন ও তেলেগু কলোনীর অসহায় হরিজন ও তেলেগুদের পূর্নবাবসন করে রাষ্ট্রের উন্নয়নের কাজ সম্পন্ন হোক।
রাষ্ট্রে অব্যাহত উন্নয়নে আমরা অংশিদা হতে পেরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনম্র শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি। মানব বন্ধনে সভাপতিত্ব করছেন, উদয়ন যুব সংঘ।
 
                                 
									Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply