করোনাভাইরাসে আবারও আক্রান্ত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে প্রতিমন্ত্রী তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন। এর আগে গত বছরের ৯ জানুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পলক ও তার দুই ছেলে।
ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী জানিয়েছেন, সোমবার মন্ত্রিপরিষদের সভা থাকায় রোববার (২৬ ফেব্রুয়ারি) করোনা পরীক্ষা করিয়েছিলেন। ফল পজিটিভ এসেছে, তাই বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন।
পলক লেখেন, ‘গত কয়েকদিনে আমার সংস্পর্শে যারা ছিলেন, তাদের সবাইকে করোনার নমুনা পরীক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।’
তিনি আরও বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন।’
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply