নিজস্ব প্রতিনিধিঃ ক্রেতা আকর্ষণে চট্টগ্রামে চার দিনব্যাপী রিহ্যাব ফেয়ার শুরু হয়েছে। আবাসন মেলার স্টলে স্টলে ঘুরে অফার জানছেন ক্রেতা-দর্শনার্থীরা। ভিড় থাকলেও প্লট এবং ফ্ল্যাট মধ্যবিত্তের নাগালের বাইরে বলে অভিযোগ করেন তারা।
আবাসন স্বপ্নপূরণে সাধ্যের মধ্যে প্লট ও ফ্ল্যাট কিনতে বন্দরনগরী চট্টগ্রামে চলছে রিহ্যাব ফেয়ার। ক্রেতা-দর্শনার্থীর পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ।
এ মেলায় মান ও আয়তন যাচাই-বাছাই করে প্লট-ফ্ল্যাট বুকিং দেয়ার সুযোগ রয়েছে। সেই সঙ্গে থাকছে নানা অফার ও মূল্যছাড়।
সেনা কল্যাণ সংস্থার ডেপুটি ডিরেক্টর কর্নেল মাহফুজুর রহমান বলেন, ‘আমরা মানুষের আস্থার জায়গাটি ধরে রাখার জন্যই এ মেলায় অংশ নিয়েছি। সেনা কল্যাণ সংস্থার প্রতি তাদের যে আস্থা তারা ঢাকায় দেখিয়েছেন, সেটি আমরা চট্টগ্রামবাসীর ক্ষেত্রেও দেখতে চাই।’
অস্থিতিশীল বাজার থাকার পরও কিছুটা ছাড় দেয়ার কথা জানিয়েছেন এপিক প্রপার্টিজের সেলস এক্সিকিউটিভ শিল্পী আক্তার মিম।
এদিকে গ্রাহকরা বলছেন, মেলায় এক ছাদের নিচে অনেক কোম্পানি থাকায় যাচাই-বাছাই করতে সুবিধা হচ্ছে। তবে প্লট-ফ্ল্যাটের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে বলে অভিযোগ করেন তারা।
এক ক্রেতা বলেন, ‘ভালো দাম ও ভালো জায়গায় যদি একটি প্লট কেনা যায়, তা দেখতেই এখানে এসেছি।’
অন্যদিকে রড-সিমেন্টের ঊর্ধ্বমুখী বাজারে এবার মেলায় প্রতিষ্ঠানগুলো যে দামে ফ্ল্যাট দিচ্ছে, পরে আর এ দামে দেয়া সম্ভব হবে না বলেও জানান আয়োজকরা।
চট্টগ্রাম রিহ্যাব কমিটির সদস্য এস এম আবদুল গাফ্ফার মিয়াজী বলেন, ‘সব কোম্পানিই কিছু না কিছু ছাড় দিয়েছে। এ মেলাতেই সুযোগ, আগামী মেলায় আর এ দামে ফ্ল্যাট পাওয়া যাবে না। মধ্যবিত্তদের মধ্যে যারা ফ্ল্যাট কিনতে চান, তাদের জন্য এখনই মোক্ষম সময়।’
উল্লেখ্য, মেলায় আবাসন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, ভবন নির্মাণসামগ্রী উৎপাদন ও বিক্রয় সংশ্লিষ্ট ৪৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply