দেশের অন্যতম শীর্ষ ব্রোকারহাউজ রয়্যাল ক্যাপিটাল লিমিটেড আরও তিনটি ডিজিটাল বুথ চালুর অনুমোদন পেয়েছে। বরিশাল, চট্টগ্রাম জেলার পটিয়া ও ঝিনাইদহ জেলার কালীগঞ্জের জন্য বুথ তিনটির অনুমোদন দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্য প্রতিষ্ঠান রয়্যাল ক্যাপিটাল এর আগে কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার ফটিকছড়ির জন্য ডিজিটাল বুথ স্থাপনে উভয় এক্সচেঞ্জের অনুমোদন পেয়েছে।
রয়্যাল ক্যাপিটালের এই নতুন তিনটি বুথ শিগগিরই কার্যক্রম শুরু করবে বলে অর্থসূচককে জানিয়েছেন প্রতিষ্ঠানটির হেড অফ রিসার্চ আকরামুল আলম।
এসময় আকরামুল আলম বলেন, পুঁজিবাজারের বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে রয়েল ক্যাপিটাল দীর্ঘদিন যাবত কাজ করে আসছে। বিগিত কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি দেশের প্রত্যন্ত আঞ্চলে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ের বিনিয়োগকারীরা যাতে সহজে পুঁজিবাজারে অংশগ্রহণ করতে পারে এর লক্ষ্যে রয়েল ক্যাপিটালের এই বুথগুলো কার্যকরি ভূমিকা রাখবে বলে আমরা মনে করি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply