নিজস্ব প্রতিনিধিঃ কুমিল্লায় টানা দুদিন অভিযান চালিয়ে ২৯টি চোরাই গাড়িসহ চক্রের ১৮ সদস্যকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ সিপিসি-২-এর সদস্যরা।
শনি-রোববার কুমিল্লা সদর ও বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি ও বুড়িচং থানায় দায়ের করে র্যাব। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ সিপিসি-২ কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
র্যাব জানায়, ১৮ ফেব্রুয়ারি রাতে কুমিল্লা সদরের পালপাড়া এলাকার খলিলের গ্যারেজে একটি চোরাই গাড়ি রয়েছে বলে তথ্য পাওয়া যায়। ১৯ ফেব্রুয়ারি রাতে চোর চক্রের সদস্যরা কাটার মেশিন দিয়ে একটি কাভার্ডভ্যান কেটে যন্ত্রপাতি আলাদা করার সময় চক্রের মূল হোতা খলিলসহ আট সদস্যকে আটক করা হয়।
আটক আট আসামি হলেন: কুমিল্লা সদরের আড়াইওড়া গ্রামের মৃত মনোহর আলীর ছেলে কাউসার আলী খলিল (৪৫), একই গ্রামের ওহাব কাজীর ছেলে মো. কাইয়ুম (৪২), মো. মুক্তার হোসেন মুসার ছেলে মো. সাজিদ হোসেন (২০), সদরের বাটপাড়া গ্রামের নান্নু মিয়ার ছেলে নাজমুল হোসাইন রবিউল (১৯), হাড়ং গ্রামের মো. আলম মিয়ার ছেলে মো. আবু কাউসার (৩৫), বদরপুর গ্রামের মো. হোসেনের ছেলে মো. পিয়াস (৩৩), আড়াইওড়া গ্রামের মৃত দিদার বক্সের ছেলে মো. জহির মিয়া (৪০) ও মধ্যম মাঝিগাছা গ্রামের মো. হান্নান মিয়ার ছেলে মো. জামশেদ হোসেন (২১)।
এ ছাড়া আটক ব্যক্তিদের তথ্যানুযায়ী, রাতেই সদরের চম্পকনগর, বুড়িচং উপজেলার ভারেল্লা (দক্ষিণ) ও পশ্চিম সিংহ এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা জাহাঙ্গীরসহ আরও ১০ জনকে আটক করা হয়।
তারা হলেন: কুমিল্লার দেবিদ্বার উপজেলার নবীয়াবাদ গ্রামের মৃত সামসুল আলমের ছেলে মো. সাইফুল ইসলাম জাহাঙ্গীর (৪৫), সদরের শিমরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে হৃদয় হাসান (১৯), বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের ধনু মিয়ার ছেলে শুক্কুর আলী (২৩), বুড়িচং উপজেলার পারোয়ারা গ্রামের শাহ আলমের ছেলে রিপন মিয়া (২৭), চান্দিনার শ্রীমন্তপুর গ্রামের মো. মোহর আলীর ছেলে মো. সাইফুল (৩২), ব্রাহ্মণপাড়া উপজেলার শাহেরাবাদ গ্রামের মইনুল হোসেনের ছেলে মো. আল আমিন (২৪), সদরের শাসনগাছা গ্রামের আব্দুল মালেকের ছেলে মনির মিয়া (৩৯), সদরের আড়াইওড়া গ্রামের কাজী মঞ্জিলের ছেলে মজিদ (৩০), বুড়িচংয়ের পারোয়ারা গ্রামের ধনু মিয়ার ছেলে মো. তাজুল ইসলাম (৩২) ও বুড়িচংয়ের পশ্চিম সিংহ গ্রামের শাহজাহানের ছেলে মো. ওমর ফারুক (২৮)।
আটক ব্যক্তিরা জানান, প্রায় ১০ বছর ধরে এ ব্যবসার সঙ্গে জড়িত তারা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply