বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বরেন্দ্রভূমির কণ্ঠ; শামীমা নাইস দেশের প্রথম ‘সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার’ চালু করলো সনি-স্মার্ট ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা আলোচনা সভা ১ম চিফ অব আর্মি স্টাফ (সিএএস) আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত উন্নত পুষ্টিগুণসম্পন্ন ওমেগা-৩ সমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে ‘বিএইউ-আরআইসি’ এর উদ্ভাবনী কর্মশালা অনুষ্ঠিত গণতান্ত্রিক ও অর্থনৈতিক অগ্রযাত্রায় স্থায়ী ছাপ রেখে গেছেন খালেদা জিয়া: ব্যবসায়ী নেতারা রপ্তানি কার্যক্রম ডিজিটাল করতে নতুন নির্দেশনা জারি প্রবাসী আয় ও প্রবাসী ব্যাংকিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আহসান জামান চৌধুরী এনইআইআর বাস্তবায়ন ভোক্তা সুরক্ষা ও বৈধ ব্যবসার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ: এমআইওবি কমিউনিটি ব্যাংকের সঙ্গে ঝিল ম্যায়েস্ট্রিয়া রেস্টুরেন্টের ব্যবসায়িক অংশীদারিত্ব

আইপিএলের শুরুতেই মুখোমুখি ধোনি-হার্দিক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৪ Time View

জমজমাট আইপিএলের ষোলোতম আসর তথা ২০২৩ আইপিএলের সূচি প্রকাশিত হয়েছে। এবারের এই আসর শুরু হবে ৩১ মার্চ। আর শেষ হবে ২৮ মে। প্রায় দুই মাস ব্যাপী এই আসরের প্রথম ম্যাচে আহমেদাবাদে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স ও চারবারের চ্যাম্পিয়ন মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

এবারের আসরে দশটি ফ্র্যাঞ্চাইজি অংশ নিবে। ২০১৯ সালের পর এবারই প্রথম আইপিএল হতে যাচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে।

গেল মৌসুমের মতো এবারও দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে আছে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। অন্যদিকে ‘বি’ গ্রুপে আছে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ।

নিয়ম অনুযায়ী একটি দল নিজ গ্রুপের প্রত্যেক দলের সঙ্গে একবার করে এবং অন্য গ্রুপের দলগুলোর সঙ্গে দুইবার করে খেলবে। এভাবে প্রত্যেকটি দল মোট ১৪টি করে ম্যাচ খেলবে।

৩১ মার্চ থেকে ২১ মে পর্যন্ত ৫২ দিনে ১২টি শহরে গ্রুপপর্বে মোট ৭০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বাই, কলকাতা, লক্ষ্ণৌ, দিল্লি, আহমেদাবাদ, জয়পুর ও মোহালি— এই দশটি নিয়মিত ভেন্যু ছাড়াও এবার কিছু খেলা হবে রাজস্থান রয়্যালসের দ্বিতীয় হোম ভেন্যু গৌহাটি ও পাঞ্জাব কিংসের দ্বিতীয় হোম ভেন্যু ধর্মশালায়।

রাজস্থান তাদের প্রথম দুই ম্যাচ খেলবে গৌহাটিতে। এরপর বাকি পাঁচটি ম্যাচ খেলবে জয়পুরে। অন্যদিকে পাঞ্জাব তাদের প্রথম পাঁচটি ম্যাচ খেলবে মোহালিতে। আর শেষের দুইটি ম্যাচ খেলবে ধর্মশালায়।

ষোলোতম আসরে মোট ১৮দিন একদিনে হবে দুইটি করে ম্যাচ। লিগপর্বে প্রত্যেক শনি ও রবিবার হবে দুইটি করে ম্যাচ। আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল চেন্নাই ও মুম্বাই ৮ এপ্রিল ও ৬ মে মুখোমুখি হবে। আর ৬ মে তাদের মুখোমুখি লড়াইয়ের মধ্য দিয়ে আইপিএল ১০০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS