নিজস্ব প্রতিবেদকঃ আজ (১৫ ফেব্রুয়ারী) রোজ বুধবার বেলা ১১ টায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হল রুমে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের উদ্যোগে এক সংবাদ সম্মেলন আলহা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের মুখপাত্র এ আবেদীন চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম ফরায়জী ও কেন্দ্রীয় নেতৃবৃ বক্তারা বলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা হচ্ছে মাদ্রাসা শিক্ষার প্রাথমিক আধুনিকায়ন না করা পর্যন্ত মাদ্রাসা শিক্ষার উন্নয়ন করা সম্ভব নয়। বক্তারা বলেন মাননীয় শিক্ষা মহোদয় গত ১২ অক্টোবর ২২ স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষা ঐক্যজোট নেতৃবৃন্দ নিয়ে শিক্ষা মান কারে বলেছিলেন। ২ মাসের মধ্যে শিক্ষার্থীর উপবৃত্তির ব্যবস্থা করবেন এবং আগামী ৪ মাসের মধ্যে শিক্ষকদের বেতন ভাতার ব্যবস্থা করবেন কিন্তু অদ্যবধি তা বাস্তবায়ন না হওয়ায় পুনরায় কর্মসূচী পালন করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের কর্মসূচী পালনের পূর্বে বাস্তবায়ন করবেন।
১। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকল ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করনে করতে হবে;
২। প্রাইমারী শিক্ষার্থীদের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার্থীদের উপ-বৃত্তি সহ সকল সুযোগ সুবিধা প্রদান করতে হবে। কে অবিলম্বে কোড নাম্বারের অন্তর্ভূক্ত করতে হবে;
৩। মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক রেজিষ্টেশনে প্রাপ্ত কোড বিহীন মাদ্রাসাগুলো;
৪। প্রাইমারী শিক্ষকদের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের পি.টি.আই ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে;
৫। প্রাইমারী বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ৪র্থ শ্রেণীর পদ সৃষ্টি করতে হবে;
৬। প্রাইমারী বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গুলোকে স্থায়ী রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করতে হবে;
৭। প্রাইমারী বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গুলোকে ভৌত অবকাঠামো নিশ্চিত করতে হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply