জীবন বীমা কর্পোরেশনে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং শ্রম অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।
এর মধ্যে জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ পেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম।
অন্যদিকে, শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আরেক আদেশে স্বাস্থ্য সেবা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. অলিউল্লাহকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সদস্য (অতিরিক্ত সচিব) মো. গোলাম ফারুককে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার হয়েছেন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্টার (অতিরিক্ত সচিব) মো. আবদুস সাত্তার।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply