প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে ম্যারি ক্রিস্টিন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা।
তিন দিনের সফরে গত ৬ ফেব্রুয়ারি ঢাকায় আসেন বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে। ওই সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অ্যাডভোকেট (দূত) হিসেবে বাংলাদেশ সফর করছেন তিনি। ম্যাথিল্ডে বেলজিয়ামের প্রথম রানি যিনি ঢাকা সফরে এসেছেন।
এর আগে গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয় ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’-এর ধারা ২-এর দফা ক’তে দেয়া ক্ষমতাবলে বেলজিয়ামের রানিকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়। আর সেভাবেই তাকে নিরাপত্তা দেয়া হবে।
সফর শেষে বুধবারই (৮ জানুয়ারি) রানি ম্যাথিল্ডে ম্যারি ক্রিস্টিনের নিজ দেশে ফিরে যাওয়ার কথা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply