জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট পাওয়ার চান্দিনা পাওয়ার প্লান্ট (ইউনিট-২) এবং মাধবদী পাওয়ার প্লান্ট (ইউনিট-২) এর কারযক্রম চালুর অনুমতি পেয়েছে। কোম্পানিটি বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড (বিআরইবি) থেকে গত ৭ ফেব্রুয়ারি অনুমতিপত্র পেয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ১৫ নভেম্বর এবং ১৬ ডিসেম্বর থেকে পাওয়ার প্লান্ট দুইটির কারযক্রম বন্ধ ঘোষণা করা হয়। পাওয়ার পারসেচ অ্যাগ্রিমেন্ট অনুযায়ী প্লান্ট দুইটির মেয়াদ শেষ হয়ে যায়।
বর্তমানে পাওয়ার প্লান্ট দুইটির কারযক্রম চালু হয়েছে। কোম্পানিটির বিআরিইবি থেকে পাওয়ার পারসেচ চুক্তি এবং অন্যান্য শর্ত আলোচনাধীন রয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply