নিজস্ব প্রতিবেদক: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর নির্বাহী কমিটির ৮৪৫তম সভা ১৮ জানুয়ারি ২০২৩ইং তারিখে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব আক্কাচ উদ্দিন মোল্লা। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ড. আনোয়ার হোসেন খান, এমপি; জনাব মোঃ সানাউল্লাহ সাহিদ, জনাব মহিউদ্দিন আহমেদ এবং জনাব খন্দকার শাকিব আহমেদ উপস্থিত ছিলেন। ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান উক্ত সভায় ডিজিটাল প্লাটফর্মে (ভিডিও কনফারেন্স এর মাধ্যমে) অংশগ্রহণ করেন। সভায় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান জনাব আব্দুল করিম (নাজিম) উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব জনাব মোঃ আবুল বাশার উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply