মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিক, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সাবেক সদস্য জাতীয় নেতা প্রয়াত আব্দুর রাজ্জাকের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১১ সালের ২৩ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে দোয়া ও কোরআনখানি, জীবনাদর্শ তুলে ধরে আলোচনা, স্মরণসভা প্রভৃতি।
আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল ৮টায় বনানী কবরস্থানে আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন, শরীয়তপুর ফাউন্ডেশন, আব্দুর রাজ্জাক স্মৃতি সংসদের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়া বনানী কবরস্থানে মিলাদ মাহফিল আয়োজন করেছেন আব্দুর রাজ্জাক স্মৃতি সংসদ ও আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন। অনুষ্ঠানে আব্দুর রাজ্জাকের ছেলে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক উপস্থিত থাকবেন। এছাড়া শরীয়তপুরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচি ঘোষণা করেছেন।
আব্দুর রাজ্জাক ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন। এরপর স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তার নির্বাচনি এলাকা শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট)। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আব্দুর রাজ্জাক ঐ সরকারের পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। মন্ত্রী থাকাকালেই ১৯৯৭ সালে ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক গঙ্গার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply