নিজস্ব প্রতিবেদকঃ সদ্য গ্র্যাজুয়েট নিয়োগের জন্য কোর সার্চের সাথে চুক্তিবদ্ধ হলো টেকনোহেভেন কোম্পানি লিমিটেড। গত ১লা নভেম্বর ২০২২ টেকনোহেভেন কোম্পানি লিমিটেডের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
কোর সার্চ এই চুক্তির মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানকে ট্রেনিং প্রাপ্ত (জব প্লেসমেন্ট ট্রেনিং এর মাধ্যমে) গ্র্যাজুয়েট এবং ইন্টার্ন নিয়োগে সহায়তা করবে। এটির মাধ্যমে গ্র্যাজুয়েটদের প্রশিক্ষণের কাজটি আরও একধাপ এগিয়েছে।
অনুষ্ঠানে কোর সার্চের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কাজী নাঈম এবং টেকনোহেভেন কোম্পানি লিমিটেডের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির অপারেশন প্রধান মো: শওকত আলী।
উল্লেখ্য, কোর সার্চ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের নিয়ে কাজ করে। এটি গ্র্যাজুয়েটদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে চাকুরী প্রাপ্তিতে সহায়তা করে। কোর সার্চ কোর ফেসিলিটেশনের একটি সহযোগী প্রতিষ্ঠান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply