শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪০ অপরাহ্ন

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৮৮

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৫২ Time View

গত ২৪ ঘন্টায় দেশে ২ হাজার ৭০৬ জনের নমুনায় নতুন করে ৮৮ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ৫১১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৪০ জন।
আজ করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ১৫ শতাংশ। বৃহস্পতিবার করোনা শনাক্তের হার ছিল ৩ দশমিক ১০ শতাংশ। আজ বেড়ে হয়েছে ৩ দশমিক ২৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, দেশে আজ করোনায় কেউ মারা যায়নি। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ১৮ হাজার ১০২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৭৪৫ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪৪১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮২ হাজার ১১৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৭ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৩৫ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ১ হাজার ৮৭৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৬৭ জন। শনাক্তের হার ৩ দশমিক ৫৬ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৩ দশমিক ০১ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS