বিপুল উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো “ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড কাপ গলফ টুর্নামেন্ট-২০২২”। শনিবার (২৯ অক্টোবর) সিলেটের জালালাবাদ গলফ ক্লাবের ওসমানী হলে টুর্নামেন্টের পুরষ্কার বিতরন করা হয়।
দেশের সম্পদ ব্যবস্থাপক কোম্পানি, ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টে ৫০ জনেরও অধিক গলফার অংশ নেন।
অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন মেজর জেনারেল হামিদুল হক, এনএসডব্লিউসি, পিএসসি, মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী, ওএসপি, এসজিপি, এনডিসি, পিএসসি, এমফিল এবং ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাসান রহমান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ গলফ ক্লাবের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ এবং ক্যাপিটেকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply