এমিরেটস এয়ারলাইন ইন্দোনেশিয়ার বাটিক এয়ারের সঙ্গে সম্প্রতি কোডশেয়ার চালু করেছে। এর ফলে এমিরেটস যাত্রীরা ইন্দোনেশিয়ার ২৫টি গন্তব্যে এক টিকিটে ও এক ব্যাগেজ নীতিতে ভ্রমন করার সুযোগ পাবেন।
কোডশেয়ার ব্যবস্থা ইন্দোনেশিয়ার ৮টি রুটে কার্যকর হবে। বাটিক এয়ার ভায়া জাকার্তা, বালিকাপান, ডেনপাসার, মেডান, মানাডো, পাডাং, সুরাকার্তা, সুরাবায়া এবং মাকাসসার শহরগুলোতে এমিরেটস যাত্রীদের পরিবহন করবে। এছাড়াও ইন্টারলাইন চুক্তির আওতায় এমিরেটস যাত্রীরা আরও ১৭টি ইন্দোনেশীয় গন্তব্যে ভ্রমন করতে পারবেন।
এমিরেটস ৩০ বছরের অধিক সময়ধরে ইন্দোনেশিয়ার ফ্লাইট পরিচালনা করছে। চলতি বছরের প্রথম দিকে এমিরেটস ইন্দোনেশিয়ার জাতীয় বিমান সংস্থা গারুদার সঙ্গেও কোডশেয়ার ব্যবস্থা চালু করে।
বর্তমানে বিশ্বের ২৫টি এয়ারলাইন এবং ২টি রেল কোম্পানীর সাথে মিরেটসের কোডশেয়ার চুক্তি রয়েছে এবং ইন্টারলাইন চুক্তি রয়েছে ১১০টি এয়ারলাইনের সঙ্গে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply