শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫ পূর্বাহ্ন

৩০বিজিবির অভিযানে ১কেজি আইস সহ আটক-২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৩৮৪ Time View

ইমরান আল মাহমুদ,উখিয়া:রামুর গোয়ালিয়াপালংয়ে অভিযান চালিয়ে ১কেজি ক্রিস্টাল মেথ(আইস) সহ দুজনকে আটক করেছে রামু ব্যাটালিয়ন(৩০ বিজিবি)। আটককৃতরা হলেন কুতুপালং এলাকার মৃত ফয়েজ আহম্মদের ছেলে সৈয়দুল আমিন(৩৪)ও মৃত ইলিয়াসের ছেলে ফরহাদ (১৬)।
শুক্রবার(২১ জানুয়ারি) সন্ধ্যার দিকে এ অভিযান পরিচালনা করা হয় বলে এ তথ্য নিশ্চিত করেন ৩০বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ইব্রাহীম ফারুক।
এক বিজ্ঞপ্তিতে তিনি জানান,২১ জানুয়ারি সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টের নায়েক সুবেদার মাহমুদুল হাসানের নেতৃত্বে বিজিবি সদস্যরা গোয়ালিয়া নামক স্থানে তল্লাশি শুরু করে। তল্লাশির এক পর্যায়ে কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশী করার সময় ৩জন যাত্রীর মধ্য থেকে ২জন যাত্রী তাদের হাতে থাকা ব্যাগ ফেলে রাস্তার পাশে পুকুরে ঝাঁপ দেয়। তৎক্ষনাৎ বিজিবি সদস্যরাও তাদের ধৃত করার জন্য পুকুরে ঝাঁপিয়ে পড়ে। আসামী দুজন সাঁতরিয়ে পুকুরের অপর প্রান্তে পৌঁছালে টহলের অন্যান্য সদস্যরা তাদেরকে ধরার জন্য ধাওয়া ও চিৎকার করলে বাড়ীর লোকজন বেরিয়ে আসে। পরে তাদের সহায়তায় বিজিবি টহলদল আসামীদেরকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের ব্যাগ তল্লাশি করে আনুমানিক ৫কোটি টাকা মূল্যের ১কেজি ক্রিস্টাল মেথ(আইস) উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS