শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ইউনিয়ন ব্যাংক পিএলসি এর নবগঠিত পরিচালনা পর্ষদের ৪৪তম সভা অনুষ্ঠিত সেলসফোর্স বাজারে আনলো এজেন্টফোর্স ৩: এআই এজেন্ট পরিচালনায় সহজ সমাধান ডেঙ্গুতে মৃত্যু আরও ১ দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস প্রতিবন্ধী বিদ্যালয়ের এমপিওভুক্তি ও স্বীকৃতির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান মুরাদনগরে নারী ধর্ষণ ও দেশব্যাপী সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই- বাংলাদেশ নারী মঞ্চ নাসিরনগরে হত্যা মামলার আসামী ধরতে ওসি’র গড়িমসি, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন লেনদেনের শীর্ষে বিচ হ্যাচারি রেকিট বেনকিজারের নগদ লভ্যাংশ বিতরণ গ্লোবাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ০৭ জুলাই

বরিশালে ব্যতিক্রমী সেবা দিচ্ছে ফরএভার লিভিং সোসাইটি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৪ Time View

এস এল টি তুহিন, বরিশাল : গড় গড় শব্দে সেলাই মেশিন চলছে। চলছে একজন মহিলা শিক্ষকের অবুঝ ছাত্রীকে বোঝানোর চেষ্টা। বকলেসটা এভাবে নয়, এভাবে, হাতাটা সোজা কাটছো কেন। দাগ দেখ। এভাবে দুটি কক্ষে চারটি করে আটটি শেলাই মেশিনে কাপড় সেলাই প্রশিক্ষণ দিচ্ছে প্রশিক্ষক নুরজাহান। অন্য একটি কক্ষে পাঁচটি কম্পিউটার নিয়ে চলছে ছেলেমেয়েদের কম্পিউটার ট্রেনিং। গত তিনমাস ধরে বরিশালের চৌমাথায়  একটি ভবনের চারতলা ভাড়া নিয়ে অসহায় দুঃস্থ মহিলা ও যুবকদের মধ্যে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ ও কম্পিউটার ট্রেনিং দিয়ে দক্ষতা সৃষ্টির চেষ্টা করছে বরিশাল ফরএভার লিভিং সোসাইটি নামের একটি সেবামূলক প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানটি তৈরি করতে পেরে গর্বিত প্রতিষ্ঠাতা প্রকৌশলী ইকবাল হোসেন তাপস জানালেন, অনেকেই জানেন না, আমি কখনো এগুলো প্রচারও করিনা। এজাতীয় সেবামূলক কার্যক্রমে আমাকে সবসময়ই পাশে পায় বরিশালের মানুষ। আমি প্রকাশ্যে নয় গোপনে সেবা দানে বিশ্বাসী। তবে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে যেহেতু আমাকে বরিশালের আগামী মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে। তাই এখন থেকে প্রকাশ্যে আসার চেষ্টা করছি। চৌমাথা বাজার সংলগ্ন সরদার মঞ্জিলের চারতলায় বরিশাল ফরএভার লিভিং সোসাইটির অফিসে তখন বরিশাল ফর এভার লিভিং সোসাইটির উদ্যোগে ফ্রি কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কর্মশালা ক্লাস চলছে। প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সাথে দিকনির্দেশনা মুলুক বক্তব্য দিচ্ছিলেন সংগঠনের পরিচালক এ এস এম ইমামুল হাসান শামীম ও সংগঠনের গণসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম মামুন। তাদের সাথে কথা বলে জানা গেল, বরিশাল ফরএভার লিভিং সোসাইটির তৈরির লক্ষ্য ও উদ্দেশ্য। এ সেবামূলক সংগঠনটি বরিশাল ভিত্তিক অনগ্রসর সুবিধা বঞ্চিত মানুষকে নিয়ে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। বেকার অদক্ষ যুবক যুবতীদেরকে হাতের কাজ  শিখিয়ে দক্ষ করা। যেমন কম্পিউটার শিক্ষা, গাড়ি  চালানো শিক্ষা দেওয়া, সেলাই শিক্ষা দেওয়া , চাকুরি পাবার জন্য সাধারন জ্ঞান শিক্ষা দেওয়া । বিদেশ যেতে ইচ্ছুক ছেলেমেয়েদের কে পরামর্শ সহ হাতের কাজ শিখিয়ে উপযুক্ত করে গড়ে তোলা।  স্কুল কলেজের ছেলে মেয়েদের শিক্ষামুলক পরামর্শ দেওয়া।  দরিদ্র অসহায় রোগীদের জন্য বিনা মুল্যে ডাক্তারী পরামর্শ ও সেবার ব্যবস্থা করা। পুজির অভাবে যারা ছোট খাট ব্যাবসা করতে পারছে না তাদের মধ্যে বিনা সুদে ক্ষুদ্রঋণের ব্যবস্থা করা । কৃষি কাজ করার জন্য পরামর্শ সহ বিনা সুদে খুদ্রঋণের ব্যবস্থা করে দেওয়া। বরিশাল কেন্দ্রীক বিনামূল্যে জরুরী অ্যাম্বুলেন্স সার্ভিস পরিচালনা এবং  মৃতদের সৎকারের ব্যাবস্থা করা এবং  বরিশাল নগরীকে একটি পরিছন্ন নগরী হিসেবে গড়তে সহায়তা করাই এ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বলে জানান তারা। বস্তুত এ সংগঠনের মাধ্যমে সেবা কার্যক্রম পরিকল্পনা গ্রহণ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপস।  তিনি বলেন, একটি সিটি করপোরেশনের মেয়রের যা দায়িত্ব তার সবটাই এই সংগঠনের নীতিমালায় রাখা হয়েছে। এতে করে  আগামীর বরিশাল নিয়ে আমার ভাবনাও সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠবে বলে মনে করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS