মোঃ বরকতুল্লাহ হরিপুর,(ঠাকুররগাঁও) প্রতিনিধিঃ হরিপুর উপজেলার দস্তমপুর গ্রামের সুলতানা(২) শিশু বাড়ির পার্শে লোনার পানিতে ডুবে মারা যায়।
মা নুরবানু সকালবেলা শিশু সুলতানাকে খাওয়া দাওয়ার পর পারিবারিক কাজে ব্যস্ত হয়ে পড়ে পরে কন্যা শিশুর কথা মনে হলে অনেক খোজা খুজির পর কথাও না পেয়ে বাড়ির পার্শে শিশু সন্তানের লাস ভাসতে দেখে।পরে শিশুর মাতা পানি হতে লাস উত্তোলন করে লাসের সৎকার করা হয়।
এব্যপারে ডাঙ্গীপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আহসান হাবিব চৌধুরীর সহিত যোগাযোগ করলে,ঘটনার সততা নিশ্চিত করেন ও লাস সৎকারের ব্যবস্থা করে আসে বলে জানা গেছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply