হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ হরিপুর উপজেলার রণহাট্রা চৌরঙ্গি বাজারেরে দক্ষিণ পার্শে আব্দুল কাদেরের বাড়ি হতে মালামাল চুরি করে নিয়ে পালিয়ে গেছে বলে জানাগেছে।
ঘটনার বিবরনে জানা যায়, গতকাল দিবাগত রাত অনুমান ৩টা ১৫মিনিট সময়ে গৃহ কর্তার ঘুম ভেঙ্গে গেলে সোয়াঅবস্থা থেকে উঠে বসলে চোর কে পালাতে দেখতে পায়। পশ্চিম ভিটা ঘরেরে ২য় রুমের পশ্চিম জানালার ১ অংশের গ্রীল ভেঙ্গে চোর বাড়িতে প্রবেশ করে আলমারির তালা ভেঙ্গে নগদ ১ লক্ষ ৪০ হাজার ৬শত টাকা, ১০ ভোরী স্বর্ণ, ৬০ পিচ রূপার টাকা চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় যোগযোগ করলে, হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন ছবির বিষয়টি শুনেছি সেখানে থানার এসআই জাঙ্গীর গিয়েছিল। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply