ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার শনিবার (২০ আগস্ট) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের পরিচালক মো. খুরশিদ-উল-আলম ওয়েবিনারে প্রধান অতিথি এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী প্রধান আলোচক হিসেবে এবং শরীআহ সেক্রেটারিয়েটের প্রধান মো. শামসুদ্দোহা মূল বিষয়ের ওপর আলোচনা করেন।
বগুড়া জোন প্রধান মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গোবিন্দগঞ্জ শাখা প্রধান মো. খালেকুজ্জামান। বগুড়া জোনের অধীন শাখাসমূহের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply