জিম্বাবুয়ে সফরে আসার পর থেকে এখনো টসভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে টস হারার পর প্রথম ওয়ানডেতেও টস হারে বাংলাদেশ। এবার দ্বিতীয় ওয়ানডেতেও টস হারল বাংলাদেশ।
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক রেগিস চাকাভা। ফলে ব্যাটিংয়ে নামছে তামিম ইকবালের দল। ইনজুরিতে পড়ায় এই ম্যাচে খেলা হচ্ছে না লিটন দাসের। তার জায়গায় দলে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। মুস্তাফিজুর রহমানও ইনজুরির কারণে খেলতে পারছেন না। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
বাংলাদেশ একাদশ- তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply