বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ অপরাহ্ন

প্যানেল নয় NTRCA কর্তৃক নিবন্ধিত বেকার শিক্ষকদের নিয়োগের ৪র্থ গণবিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১১১ Time View

নিজস্ব প্রতিনিধি (ছবি) নয়নঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রভায়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কর্তৃক শিক্ষক নিয়োগের জন্য ১ থেক ১৬ তম লক্ষাদিক নিবন্ধনধারী অভ্যর কষ্ট ও হতাশার মধ্য দিয়ে দিন পার করছি। জাতীয় পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি প্রায় ৮০ হাজার শূন্য পদ রয়েছে। আমরা 16 তম নিবন্ধন ধারীরা মাত্র সাত দিনের ভাইবা বাকি থাকার কারণে তৃতীয় গণবিজ্ঞষিতে অ্যাড পারেনি। তৎকালীন চেয়ারম্যান আশরাফ উদ্দিন স্যার আমাদের আশ্বস্ত করেছিলেন ২০২১ সালের সেপ্টেম্বরে গণবিজ্ঞপ্তি দিবেন। এরই ধারাবাহিকতায় আমরা এনটিআরসি এর বর্তমান চেয়ারম্যান এনামুল কাদের স্যারের সাথে দেখা করলে ওনারা চতুর্থ গণবিস্তারি না দিয়ে বিশেষ একটি গণবিজ্ঞপ্তি দেয়।যে পদ গুলোতে তৃতীয় গনবিজ্ঞষিতে কেউ আবেদন করেনি। এনটিআরসিএ এর আগে কখনো এই বিশেষ গনবিভাষি দেয়নি। তখন বর্তমান চেয়ারম্যান স্যার আমাদের আশ্বস্ত করেন ২০২২ সালের এপ্রিলে গণবিজ্ঞপ্তি দিবেন। কিন্তু অভ্যন পরিতাপের বিষয় উনারা কথা দিয়ে কথা রাখছেন না। উল্লেখ্য যে কৃठিড ১৯ এ কারণে ১৬ তম পরীক্ষার্থীদের রিটেন রেজাল্ট একবছর পর দেয়া হয়, যদিও এনটিআরসিএ এর নীতিমালায় দুই মাসের মধ্যে রিটেন রেজাল্ট দেয়ার কথা দিন। এবং ভাইভা পরীক্ষা 7 মাস ধরে নেয়া হয় যা অন্যান্য ব্যাচের ক্ষেত্রে দুই মাসের মধ্যে শেষ করা হয়। এদিকে আমাদের 16 তম নিবন্ধন প্রার্থীদের বয়স প্রত্যেকদিনই কেউ-না-কেউ 35 যাচ্ছে যার কারণে তাদের শিক্ষক হবার স্বপ্ন হারিয়ে যাচ্ছে। যার ফলে নিয়োগবঞ্চিত রেকার নিবন্ধিত শিক্ষকরা চরম হতাশা ও দুশ্চিন্তায় জীবন অতিবাহিত করছে। তাই উক্ত বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট মন্ত্রণালযের দৃষ্টি আকর্ষণ করার জন্য আগামীকাল ২৭ জুলাই ২০২২ বুধবার সকাল ৯ টায় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির আযোজন করা হয়েছে। উক্ত কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে বেকার নিবন্ধিত শিক্ষকরা অংশগ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেছে। উল্লেখ যে ১৬ তমরা এ পর্যন্ত একটি গনবজ্ঞপ্তি ও পায়নি। কৃষিড ১৯ বিবেচনায় অবশ্যই কমপক্ষে দুই বছর ব্যাকডেট সহ আগস্টের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তি দিতে হবে। শিক্ষক নিয়োগের সংকট দূরীকরণ ও বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে আপনাদের সহযোগিতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS