ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) আওতাভুক্ত এসএমই বা স্মল ক্যাপ প্ল্যাটফর্মের উন্নয়নে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) বেশ কিছু প্রস্তাব দিয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। এরই ধরাবাহিকতায় সংগঠনটির ওই প্রস্তাবের আলোকে মতামত প্রদানের জন্য সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশসহ (সিডিবিএল) ডিএসই ও সিএসইকে পরামর্শ দিয়েছে বিএসইসি।
উল্লেখ্য, মূলত স্মল ক্যাপ প্ল্যাটফর্মে লেনদের প্রক্রিয়া সহজতরকরণ এবং বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
সম্প্রতি ডিএসই, সিএসই ও সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে বিএসইসি।
চিঠিতে উল্লেখ করা হয়, “স্মল ক্যাপ বোর্ড”-কে আরও প্রাণবন্ত করে তোলার জন্য প্রয়োজনীয় সংশোধন বিবেচনার বিষয়ে চলতি বছরের ১৬ নভেম্বর বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন চিঠি পাঠিয়েছে। এ পরিস্থিতিতে “স্মল ক্যাপ বোর্ড”-কে আরও প্রাণবন্ত করতে প্রতিষ্ঠানটির উল্লিখিত প্রস্তাবগুলোর বিষয়ে প্রয়োজনীয় সংশোধনের জন্য আপনার মতামত সাত কার্যদিবসের মধ্যে বিএসইসিতে প্রেরণ করার পরামর্শ দেওয়া হলো।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply