ওমানের শীর্ষস্থানীয় আর্থিক ব্যাংক মাসকট থেকে ৪৫ মিলিয়ন ডলারের সিন্ডিকেট ঋণ নিয়েছে সিটি ব্যাংক । প্রাথমিকভাবে ব্যাংক মাসকট ২৫ মিলিয়ন ডলারের ঋণ সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে সিটি ব্যাংকের সঙ্গে লেনদেন শুরু করে। বাণিজ্যিক লেনদেনের অর্থায়নে এই ঋণ ব্যবহার করতে পারবে সিটি ব্যাংক ।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা শেখ মোহাম্মদ মারুফ এই সিন্ডিকেট ঋণের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘সিটি ব্যাংকের সিন্ডিকেশন ঋণে বৈশ্বিক ব্যাংকগুলোর অভূতপূর্ব সাড়া দেখে আমরা অত্যন্ত আনন্দিত। এ সিকিন্ডিকেট ঋণ প্রাথমিক লক্ষ্যমাত্রা থেকে ৮০ শতাংশ ওভারসাবস্ক্রাইবড হওয়ায় তা সিটি ব্যাংকের শক্তি এবং বিশ্বব্যাপী আর্থিক বাজারে তার গ্রহণযোগ্যতার চিত্র তুলে ধরে।’
তিনি আরো বলেন, ‘বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে, ব্যাংকটির জন্য শক্তিশালী তারল্য নিশ্চিত করতে এবং আমাদের ক্লায়েন্টদের ক্রমবর্ধমান আন্তর্জাতিক বাণিজ্যিক প্রয়োজন মেটাতে আমরা এই ঋণসহ একাধিক উদ্যোগ নিয়েছি। সিটি ব্যাংকের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য এবং এই চুক্তিটি সম্পন্ন করতে সাহায্য করার জন্য আমি ব্যাংক মাসকটকে ধন্যবাদ জানাই।’
উল্লেখ্য, সিটি ব্যাংক ২০১৯ সালে ১ম বারের মতো ব্যাংক মাসকট থেকে ২০ মিলিয়ন ইউরো সিন্ডিকেট ঋণ নেয়। এটা কোনো ওমানি ব্যাংকের কাছ থেকে কোনো বাংলাদেশি ব্যাংকের নেওয়া এ ধরনের প্রথম ঋণ। এরপর ২০২০ সালে সিটি ব্যাংক ৩০ মিলিয়ন ডলার সিন্ডিকেটেড ঋণ গ্রহণ করে। এবার ২০২২ সালে এসে সিটি ব্যাংক ৪৫ মিলিয়ন ডলারের সিন্ডিকেট ঋণ গ্রহণের আবেদন করলে প্রাথমিকভাবে ২৫ মিলিয়ন ঋণ পায় ব্যাংক মাসকট থেকে। ব্যাংক মাসকটের সম্পদ রয়েছে ৩৩ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এটা ওমানের সালতানাতের সবচেয়ে বড় ব্যাংকিং নেটওয়ার্ক। ৩৫ শতাংশ মার্কেট শেয়ারসহ এটি দেশটির শীর্ষস্থানীয় ব্যাংক
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply