সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেলো ওয়ালটন রাজধানীতে ডা. মো. নুরুল আমিন তামিজী স্মরণসভা ইউনিয়ন ব্যাংক পিএলসি এর নবগঠিত পরিচালনা পর্ষদের ৪৬তম সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের ঢাকার জোন ও কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত নড়াইলের নড়াগাতীতে পানিতে ডুবে দুই জন শিশুর মৃত্যু  আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় মাথাভাঙ্গা নদী থেকে অবৈধ বালু উত্তোলন অব্যাহত, নদীভাঙনের শঙ্কা আইনানুগ, সংবিধানসম্মত ও নৈতিক যুক্তিনির্ভর পোষ্য কোটা সংরক্ষণে রেল সচিব ও ডিজি’র কাছে পোষ্য সোসাইটির আবেদন এইচএসসি পাসে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে চাকরির সুযোগ জোড়া গোল করার ধারাবাহিকতা ধরে রাখলেন মেসি ডলারের দাম এক সপ্তাহে কমলো ২ টাকা ৯০ পয়সা

শাহজালাল ইসলামী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য শাখা নতুন ঠিকানায়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৯ জুন, ২০২২

নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য শাখা। উন্নততর সেবা প্রদানের প্রত্যয়ে নতুন ঠিকানায় ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে শাহজালাল ইসলামী ব্যাংক।

বুধবার (২৯ জুন) থেকে এ ঠিকানায় (হুমায়ুন কোর্ট, ২১ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০) লেনদেন শুরু করে ব্যাংকটি।

ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানান্তরিত শাখাটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। আর এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা, এনার্জিপ্যাকের ব্যবস্থাপনা পরিচালক এনামুল এইচ চৌধুরী খসরু, বিকাশের অথরাইজড ডিসট্রিবিউটর জেন ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান ড. সিরাজ বদরুদ্দিন এবং ব্যবসায়ী ও ভবন মালিক আলহাজ্জ হুমায়ুন মজিদ।

এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের পরিচালকবৃন্দ মো. সানাউল্লাহ সাহিদ, খন্দকার শাকিব আহমেদ ও আব্দুল হালিম, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মঈনুদ্দীন চৌধুরী ও মিঞা কামরুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ, ইমতিয়াজ ইউ. আহমেদ ও নাসিম সেকান্দারসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।

প্রধান অতিথি মোহাম্মদ ইউনুছ বলেন, অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলো দেশের সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা ও অবদান রেখে চলেছে। শাহজালাল ইসলামী ব্যাংক সময়োপযোগী এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত মানসম্পন্ন ব্যাংকিং সেবা প্রদান করে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

তিনি আরো বলেন, এই শাখাটি যথোপযুক্ত স্থানে চালু করায় এবং আকর্ষণীয়ভাবে সাজসজ্জা করাতে গ্রাহকগণ সন্তুষ্ট হবে। শাহজালাল ইসলামী ব্যাংক সঠিকভাবে শরীয়াহ পরিপালনের পাশাপাশি প্রতিবছরের ন্যায় এবারও হজ যাত্রীদের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য হজ ক্যাম্পে একটি হজ বুথ এবং ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে। এছাড়া হজ যাত্রীদের মাঝে হজ গাইড, ৫শ পিস বিছানার চাদর ও বালিশ, ১৫ হাজার পিস ছাতা এবং হজ যাত্রীদের বিমানবন্দরে পৌঁছানোর জন্য মাসব্যাপী একটি এসি বাস প্রদান করা হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম বলেন, দেশের অর্থনীতিকে আরো বেগবান করাই আমাদের মূল লক্ষ্য। এজন্য আমরা নিত্যদিনের আর্থিক সেবা ও ব্যাংকিং পণ্য সহজে পৌঁছে দিতে চাই দেশের সাধারণ মানুষের দোরগোঁড়ায়।

তিনি আরো বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সমাজের দুঃস্থ, অসহায় ও সম্বলহীন মানুষদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করেছে। সেই সঙ্গে ঘূর্ণিঝড় ও বন্যাপীড়িত দূর্গত এলাকায় খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ, মেধাবী ও গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে প্রতি বছর শিক্ষা বৃত্তি প্রদান করে আসছে। তাছাড়া দেশের যেকোনো দুর্যোগের সময় সরকারের ত্রাণ ও কল্যাণ তহবিলে নিয়মিতভাবে আর্থিক অনুদান প্রদান করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS