সাউথইস্ট ব্যাংক লিমিটেড প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দশ (১০) কোটি টাকা অনুদান প্রদান করেছে। দেশের বন্যা দুর্গত মানুষের সহায়তায় এ অর্থ প্রদান করা হয়।
সোমবার (২৭ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন সাউথইস্ট ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আলমগীর কবির। এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেনও উপস্থিত ছিলেন।
এ সময় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে যুক্ত হয়ে অনুদান গ্রহণ অনুষ্ঠানে যুক্ত হন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply