রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন

মার্কেন্টাইল ব্যাংকের দ্বিতীয় ধাপে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারদের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২

মার্কেন্টাইল ব্যাংকে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারদের দ্বিতীয় ধাপের দুই সপ্তাহ মেয়াদী বুনিয়াদি প্রশিক্ষণ গত ১৩ জুন শুরু হয়েছে। 

প্রশিক্ষণে ব্যাংকের বিভিন্ন শাখার ৪৬ জন কর্মকর্তা অংশ নেন। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী কোর্সের উদ্বোধন করেন। 

উদ্বোধনী বক্তব্যে তিনি বাংলাদেশ ব্যাংকের সার্কুলার ও গাইডলাইন্সের আলোকে দৈনন্দিন কার্য সম্পাদনের পাশাপাশি গ্রাহক সেবা প্রদানের ক্ষেত্রে আন্তরিক হওয়ার জন্য অংশগ্রহণকারী কর্মকর্তাদের নির্দেশ দেন। 

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান নবীন কর্মকর্তাদের সততা এবং নৈতিকতার সাথে দৈনন্দিন দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। 

এ ছাড়া, উদ্বোধনী অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জাভেদ তারিকসহ অন্যান্য অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS