বরিশাল অফিস : ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে।
শুক্রবার (১০ জুন) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একযোগে আটটি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘ক’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিলো ২৭৬৩ জন। অনুপস্থিত ছিলো ১৩১ জন। বিষয়টি নিশ্চিত করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম। ববিতে পরীক্ষার্থীর এক অভিভাবক বলেন, এভাবে সারাদেশে পরীক্ষা নেয়াটা আমাদের জন্যে অনেক ভালো হয়েছে। আগে প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় যেতে হতো যা বিভিন্ন দুর্ভোগ পোহাতে হতো। তাছাড়া অর্থের অপচয়ের হাত থেকেও বাঁচা গেলো।
এবার ‘ক’ ইউনিটে এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ১৫ হাজার ৭১০ জন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৬২ জন।
বরিশাল প্রতিনিধিঃ এস এল টি তুহিন
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply