ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন, উত্তরোত্তর বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ ও প্রতিপালনের বিষয়ে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের সিলেট বিভাগের অফিস ইনচার্জ সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি সিলেটের পূর্ব জিন্দাবাজার এ সম্মেলন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানী’র নির্বাহী কমিটির চেয়ারম্যান ড. মো. ইব্রাহীম হোসেন খান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দিন এফসিএ, ডিএমডি (অপারেশনস) সামিরা ইউনুস এবং এসইভিপি এন্ড ইনচার্জ ইস্টার্ন রিজিওন মো. ফরিদ হোসেন উপস্থিত ছিলেন ।
এ সময় ধন্যবাদ জ্ঞাপন করেন জেএসভিপি এন্ড ইনচার্জ সিলেট ডিভিশন সার্বজনীন বীমা শাহ মো. আব্দুর রব। অনুষ্ঠানে জেএসভিপি এন্ড ইনচার্জ-সিলেট ডিভিশন একক বীমা মস্তাক হোসেনের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট ডিভিশনের সকল অফিস ইনচার্জ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ অনেক গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply