
মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার গাইবান্ধা: গাইবান্ধায় জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর ও পৌর শাখার উদ্যোগে এই গণমিছিলটি অনুষ্ঠিত হয়।
সদরের বিভিন্ন এলাকা থেকে আগত ১১ দলীয় জোটের নেতাকর্মীদের নিয়ে প্রথমে শহরের ইসলামীয়া উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনাসভা হয়।
বাংলাদেশ জামায়াত ইসলামী সদর উপজেলা শাখার আমির আমির নুরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে ও জেলা ছাত্র শিবিরের সভাপতি ফেরদৌস রুম্মানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াত মনোনিত সদর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল করিম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আব্দুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলার উপদেষ্টা মুফতি মানছুর রহমান খান, সহকারী – সেক্রেটারী নুরুন্নবী সরকার, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ব্যবসা বিষয়ক সম্পাদক গোলাম জাকারিয়া সহ অন্যরা।
বক্তারা বলেন , আমরা সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত গাইবান্ধা গড়তে চাই। জুলুমবাজদের হাত থেকে মুক্ত করতে চাই। দীর্ঘ ১৬ বছরে মানুষ ভোট দিতে পারেনী। তাই নিরাপদ, উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে হ্যা ভোট সহ দাড়িপাল্লা মার্কায় ভোট চান।
পরে বিশাল মিছিল নিয়ে ইসলামিয়া মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply