
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি: (২৭ জানুয়ারি), মঙ্গলবার, বিকালে বৃহত্তর চট্টগ্রামের পরিবেশ সংগঠন ‘গ্রীণ চট্টগ্রাম এল্যায়েন্স’র উদ্যোগে নগরীর মোমিন রোডস্থ কদম মোবারক বাই লেনের দৈনিক সাঙ্গু’র কার্যালয়ে পরিবেশ ও প্রকৃতি শীর্ষক শিশুদের উন্মুক্ত চিত্রাঙ্কন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুলের দুই শতাধিক খুদে শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের রঙ তুলির ছোঁয়ায় পরিবেশ ও প্রকৃতির চিত্র ফুটে ওঠেছে। এতে খুদে মেধাবী শিক্ষার্থীদের রঙতুলিতে পরিবেশ ও প্রকৃতির বিপর্যয় ও জলবায়ু সংকটের নানা অসঙ্গতি প্রস্ফুটিত হয়েছে।
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স’র সদস্য সচিব স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় ও খুলশী থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এন লেয়াকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন দৈনিক সাঙ্গু’র সম্পাদক ও প্রকাশক কবীর হোসেন সিদ্দিকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা সম্পাদক কামরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি নুর উদ্দীন, জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি এম নুরুল হুদা চৌধুরী, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব ফারহানা আফরোজ খানম, ফুলের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবরিনা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য (মিডিয়া ও কমিউনিকেশন) নজিব চৌধুরী, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (অর্থ ও হিসাব) আকতার হোসেন শাকিল, সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, সদস্য (নারী ও শিশু) জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, একরামুল হক বাবুল, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক আবদুল মোমেন মোল্লা প্রমুখ।
পরিবেশ ও প্রকৃতি’র গুরুত্ব তুলে অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর শুধু ভবিষ্যতের ভয় নয়, এটি ইতিমধ্যেই আমাদের চারপাশে দৃশ্যমান। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, বৃষ্টিপাতের অনিয়ম, ঘূর্ণিঝড় ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এখন উন্নয়নশীল দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তারা আরও বলেন, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের জন্য সচেতন জীবনধারা গ্রহণ এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার জরুরি। শিশুরা কেবল আগামীর প্রজন্ম নয়, বরং বর্তমান সমাজকেও পরিবেশ সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিজয়ী শিশুদের মাঝে আকর্ষণীয় পুরস্কার ও অংশগ্রহণকারী সকলের মাঝে সনদ-ফুলের চারা বিতরণ করা হবে। আয়োজক গ্রীণ চট্টগ্রাম এল্যায়েন্স জানায়, এই ধরনের উদ্যোগ সমাজে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে, টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিশুদের আঁকা ছবি আমাদের সজাগ করেছে, পরিবেশ নিয়ে ভাবতে। প্রধান অতিথি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সবাইকে একসাথে পরিবেশ রক্ষায় কাজ করার আহ্বান জানান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply