দেশের বাজারে মাত্র ৪ দিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবারের বর্ধিত দাম দেশের ইতিহাসে রেকর্ড তৈরি করেছে। সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ৮২ হাজার ৪৬৪ টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে। অন্য মানের স্বর্ণের দামও প্রায় একই হারে বেড়েছে। দেশের ইতিহাসে কখনোই স্বর্ণের দাম এতো বেশি বাড়েনি।
শনিবার (২১ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। অগামীকাল রোববার থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এর আগে, গত মঙ্গলবার (১৭ মে) স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। যা ১৮ মে থেকে কার্যকর হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply