
জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়নের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নোয়াখালীর সেনবাগে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন গণমাধ্যমকর্মীরা।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে সেনবাগে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো এর নেতৃত্বে গণমাধ্যম কর্মীদের নিয়ে সেনবাগ বাজারে জনসাধারণ ও ব্যবসায়ীদের মাঝে “হ্যাঁ” ভোটের পক্ষে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটে উল্লেখিত প্রশ্নে বলা হয়- “আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং এতে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন?” (হ্যাঁ/না)
এতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠন, দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদ, ভোটের অনুপাতে ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠন, সংবিধান সংশোধনে উচ্চকক্ষের অনুমোদন, সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণসহ মোট ৩০টি গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
লিফলেট বিতরণকালে গণমাধ্যমকর্মীরা জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র, সুশাসন ও সাংবিধানিক ভারসাম্য প্রতিষ্ঠা সম্ভব হবে। এজন্য তারা সর্বস্তরের জনগণকে সচেতন হয়ে “হ্যাঁ” ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, গণমাধ্যমকর্মী খন্দকার নিজাম উদ্দিন, মো: হারুন, মো: হাবিবুর রহমান হারুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীরা লিফলেট গ্রহণ করে বিষয়টি আগ্রহের সঙ্গে পড়েন এবং সংস্কার প্রস্তাব নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply