জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিককে মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ সিদ্ধান্তের উপর অনুমোদন প্রদান করেছে। ফলে তিনি প্রতিষ্ঠানটির সিইও হিসেবে দায়িত্ব পেয়েছেন।
আবু বক্কর ছিদ্দিক চট্টগ্রামের একটি সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে ইতিহাস বিভাগ থেকে বিএ অনার্সসহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে এলএল.বি ডিগ্রীও অর্জন করেন।
তিনি বীমা আইন ও জেনারেল ইন্স্যুরেন্সের বেসিক কোর্স ও কোম্পানি ম্যানেজমেন্ট কোর্স সম্পন্ন করেন।
এই বীমা ব্যক্তিত্ব বিভিন্ন নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে শাখা ব্যবস্থাপক, আন্ডাররাইটিং, ব্রাঞ্চ কন্ট্রোল, ক্লেইম, রি-ইন্স্যুরেন্স,ফাইন্যান্স অ্যঅন্ড একাউন্টস্, ব্যবসা উন্নয়ন এবং প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ ২১ বছর কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন।
জনতা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদানের পূর্বে তিনি ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানিতে উপ ব্যবস্থাপনা পরিচালক ও গ্লোবাল ইন্স্যুরেন্সে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply