রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন কুমিল্লার গোমতী নদীর দুই তীরে চলছে মাটি লুটের মচ্ছব সিংড়ায় ডিজিটাল অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ​ গণভোট উপলক্ষে গাইবান্ধায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমন্বয় সভা চিলমারীতে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ২০২৬ বিশ্ব রাজনীতি এক নতুন স্নায়ুযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে সমগ্র বিশ্বকে ! তজুমদ্দিনে ৬শ টাকার বিরোধে হত্যা, এলাকায় চাঞ্চল্য ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু ​ঢাকা-১৪ আসনে পরিবর্তনের অঙ্গীকার: ‘তারা’ মার্কার প্রার্থী নুরুল আমিনের একগুচ্ছ প্রতিশ্রুতি গফরগাঁওয়ে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত, তিন দোকান, ৩৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নির্বাচনী সংস্কার বিষয়ে গণমাধ্যমের সক্রিয় ভূমিকার আহ্বান পিআইবি মহাপরিচালকের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৬০ Time View
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় রাষ্ট্র সংস্কারের বিষয়টি গুরুত্ব দিতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
শনিবার (১০ জানুয়ারি, ২০২৬) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৫০ জন সদস্যকে নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী নির্বাচন বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফারুক ওয়াসিফ বলেন, একাত্তর আর ২৪ আমাদের জাতির গুরুত্বপূর্ণ দুটি আবেগের জায়গা। এই দুটিকে ধারণ করে নতুন রাষ্ট্র বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে বলে উল্লেখ করেন তিনি। বলেন, বদলে যাওয়া সমাজ বাস্তবতায় গতানুগতিক নির্বাচনী রিপোর্টিং দিয়ে তরুণ প্রজন্মকে স্পর্শ করা সম্ভব নয়। নির্বাচনী সাংবাদিকতায় সংস্কার, প্রার্থীদের অবস্থান এবং মাঠপর্যায়ের বাস্তবতা তুলে ধরার ওপর তিনি গুরুত্ব দেন।
সামনের দিনে সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ হিসেবে সোশ্যাল মিডিয়া ও অপতথ্যের প্রসঙ্গ তুলে ধরে তিনি ফ্যাক্ট চেকিং, প্রযুক্তি ও এআই ব্যবহারের মাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতার ওপর জোর দেন।
তিনি বলেন, আজকে একাত্তর তো অবশ্যই আমাদের ভিত্তি, কিন্তু চব্বিশ তো আমাদের একরকম মুক্তি। সামান্য কিছু মুক্তি যদি আমরা পাই, পেয়ে থাকি তো তার প্রতি তো আমার একটা কৃতজ্ঞতা থাকে। সেই জায়গাটা বাংলাদেশে এখন দেখবেন যে আলোচনা নাই।
ডিআরইউর তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল বলেন, পিআইবি কর্তৃপক্ষকে পর্যায়ক্রমে ডিআরইউর সব সদস্যকে নির্বাচন সাংবাদিকতা ও সাংবাদিকতায় এআই’র ব্যবহার বিষয়ে আরো প্রশিক্ষণ আয়োজনের দাবি জানান। বিশেষ করে সুষ্ঠু নির্বাচনের জন্য এআই’র ব্যবহার সম্পর্কে সাংবাদিকদের জানা অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে ডিআরইউ নেতৃবৃন্দসহ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ-এর ডেপুটি এডিটর সুলতান মাহমুদ এবং পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিচালক শাহীন হাসনাত, ঢাকা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা এবং ডিআরইউর’র সাবেক সহ-সভাপতি গাযী আনোয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS